ভুল ধরিয়ে দিন, শুধরে নেব: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 5:22 pm | September 07, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদের ভুল হতে পারে, অনিচ্ছাকৃত অনেক কিছু হতে পারে। আপনারা ভুল ধরিয়ে দিলে অবশ্যই আমরা সংশোধনের চেষ্টা করব। সেখানে আমাদের কোনো রাখঢাক নাই।’

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতির প্রশ্নে সংসদ সদস্যদেরও ছাড় দেন না। দলের কেউ কোনো অন্যায় করলে সেজন্য তাকে শাস্তি পেতে হবে।

তবে আবারও গুজব ছড়িয়ে জাতিকে যে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের প্রতি আহ্বান, কোনো ধরনের গুজবে বিশ্বাস করবেন না। আগে নিজেরা যাচাই করুন, সত্যতা নিশ্চিত হয়ে তারপরে কিছু বলার থাকলে আপনারা প্রতিবাদ করুন; সেখানে আমাদের কোনো আপত্তি নেই।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলক হক চৌধুরীকে চাঁদাবাজির গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননও উপস্থিত ছিলেন।

কালের আলো/বিজা/এএম