ঘরের মাঠে লিভারপুলের টানা পাঁচ হার
প্রকাশিতঃ 11:45 pm | March 05, 2021
ডেস্ক রিপোর্ট, কালের আলো:
যারপরনাই হতাশ মোহাম্মদ সালাহযারপরনাই হতাশ মোহাম্মদ সালাহ
ঘরের মাঠে হার দেখল লিভারপুল। চেলসির কাছে ধরাশায়ী হলো ১-০ গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
এ নিয়ে নিজেদের মাঠে টানা পাঁচ ম্যাচ হারল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ক্লাব ইতিহাসে এমনটা এই প্রথম ঘটল।
হেরে দ্য রেড শিবির নেমে গেছে সপ্তম স্থানে। আর চেলসি জায়গা করে নিল পয়েন্ট তালিকার শীর্ষ চারে।
চেলসির হয়ে বিরতিতে যাওয়ার তিন মিনিট আগেই ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন ম্যাসন মাউন্ট। কোচ টমাস টাচেলের দল অজেয় থাকার রেকর্ডটা বাড়িয়ে ১০ ম্যাচে নিয়ে গেল।
ইংলিশ লিগের অন্য ম্যাচে ফুটবল গুরু হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে জিতে ফিরেছে ফুলহ্যামের মাঠ থেকে।
কালের আলো/ডিএসবি/এমআরকে