‘আপনার বাবা বঙ্গবন্ধুর কাছের মানুষ ছিলেন, আপনিও আ.লীগে যোগ দেন’
প্রকাশিতঃ 7:53 pm | September 07, 2018
কালের আলো ডেস্ক:
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আপনার বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়া জাতির জনক বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন। আপনিও আওয়ামী লীগে যোগদান করেন।’
শুক্রবার (৭ সেপ্টেম্বর) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত জনতার উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘আপনারা খুব ভাগ্যবান যে আনোয়ার হোসেন মঞ্জুর মতো একজন শক্তিশালী ও বড়মাপের মানুষ পেয়েছেন। যিনি সবসময় এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন। তিনি ভাণ্ডারিয়া উপজেলাকে জেলার সমমানে রূপান্তরিত করেছেন।’
তিনি বলেন, ‘আমি একদিন মন্ত্রণালয়ে আমার দফতরে বসা, দেখি- আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আমার দফতরে হাজির। তার মতো একজন বড় মাপের মানুষ আমার দফতরে, না জানি কী ঘটনা! কিছুক্ষণ পরে তিনি পকেট থেকে একখানা কাগজ বের করে আমার হাতে দিলেন। তার এলাকার একটা ব্রিজের কাজের জন্য আমার দফতরে আসা। আমি কাগজটি দেখে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ১৫ দিনের মধ্যে এ ব্রিজটির দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছিলাম। এরপর তাকে বললাম এলাকার একটা ব্রিজের কাজের জন্য আপনি আসলেন!’
সমবায়মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। একসময় সারা বাংলাদেশের বাজেট ছিল সাত হাজার কোটি টাকা। বর্তমানে শুধু পিরোজপুর জেলায় দুই হাজার কোটি টাকার কাজ চলছে। ভাণ্ডারিয়া উপজেলায় এক হাজার আটশ’ দুই কোটি টাকার কাজ চলছে। দেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমির সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পানি সম্পদমন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি)-এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রমুখ।