নির্বাচনী ট্রেনে উত্তরবঙ্গের পথে আ’লীগের প্রতিনিধি দল

প্রকাশিতঃ 8:31 am | September 08, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দুই দিনের সফরে উত্তর বঙ্গের পথে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের এই সফর।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ টায় কমলাপুর রেলস্টেশন থেকে ‘নীলসাগর’ এক্সপ্রেসে চড়ে আওয়ামী লীগের প্রতিনিধিদল উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়।

ঢাকা থেকে যাত্রা করা ট্রেনটি নীলফামারি যাওয়ার পথে ৮টি স্টপেজে যাত্রা বিরতী দিবে। এসব যায়গাগুলোতে পথসভা করবে প্রতিনিধি দল।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওবায়দুল কাদের ৮ সেপ্টেম্বর সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে নীলসাগর ট্রেনে করে নীলফামারীর উদ্দেশে রেলযাত্রা কর্মসূচি শুরু করবেন।

যাত্রাপথে তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা সাধারণ সম্পাদকের সফরসঙ্গী থাকবেন।

কালের আলো/য/এমএইচ