গ্রামের মানুষকে বঙ্গবন্ধুর ভাষণ শোনালো শিশু ঈশার
প্রকাশিতঃ 12:24 am | March 08, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গাজীপুর জেলার শ্রীপুরের অজ পাড়াগাঁ বিদ্যাভিটা। গ্রামে কয়েকশ পরিবারের বসবাস। রাজধানীর কাছাকাছি হলেও এ গ্রামটি এখনও ধারণ করে আছে আবহমান বাংলার সেই চিরচেনা রূপ।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সবুজ শ্যামলা এই গ্রামেই ব্যতিক্রমি এক আয়োজন করেছিল গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সে আয়োজনে উপস্থিত হয়েছিলেন গ্রামের সব বয়সি সকল শ্রেণিপেশার মানুষ। নিস্তব্ধ হয়ে শোনেছে সবাই বঙ্গবন্ধুর অমিয় বাণী। ১৯৭১ সালের সেই ৭ মার্চের মুক্তির বার্তা। যে ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা।
তবে ডিজিটাল কোন মাধ্যমে নয়; গ্রামের মানুষকে ৭ই মার্চের ভাষণ শোনিয়েছে শিশু মাহির আহনাফ ঈশার। বঙ্গবন্ধুর সে দিনের পোষাকের মতোই পোষাক পড়ে হাজির হয়েছিল সে। কন্ঠেও ছিল তীক্ষ্ণতা। তর্জনী উঁচিয়ে উচ্চারণ করেছে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
রোববার(০৭ মার্চ) শ্রীপুরের বিদ্যাভিটা গ্রামে ছাত্রলীগের এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষ। ব্যতিক্রমি এ আয়োজনে গ্রামবাসীও স্বাক্ষী হতে হয়েছেন ঐতিহাসিক এই দিনটির।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ নেতা সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণের মাধ্যমে জাতি দিশা খুঁজে পেয়েছিল। যে ভাষণেই নিহিত ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা। সে ভাষণ মানুষকে নতুনভাবে জানাতেই এ আয়োজন করেছি।
‘শিশুদের মাঝে যেন, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ভাষণের প্রতি আগ্রহের জন্ম হয় এ জন্য ডিজিটাল মাধ্যমে না বাজিয়ে সরাসরি শিশুর মাধ্যমেই পাঠ করেয়েছি ঐতিহাসিক এ ভাষণ ‘ যোগ করেন ছাত্রলীগের এই মেধাবী পরিশ্রমী নেতা।
এ সময় জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসআর/এমআরবি