নারী ট্রাফিক পুলিশ সদস্যদের সম্মাননা দিলো আহমেদ ফুড ও ঢাকা রাউন্ড টেবিল
প্রকাশিতঃ 8:57 pm | March 10, 2021

কালের আলো সংবাদদাতা:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক রমনা বিভাগে কর্মরত নারী সদস্যদেরকে সম্মাননা প্রদান করেছে আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লি. ও ঢাকা রাউন্ড টেবিল।
সোমবার (৮ মার্চ) ট্রাফিক রমনা বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক রমনা) জয়দেব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক রমনা) কাজী রোমানা নাসরিন। এছাড়া সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক রমনা জোন) মো. রেফাতুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক শাহবাগ জোন) নূরনবী, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুজিব ও তারিকুল, আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লি. এর ডেপুটি ম্যানেজার (মার্কেটিং অপারেশন) নাজমুল হক, ডেপুটি ম্যানেজার লজিস্টিক এন্ড একাউন্স গাজী মশিউজ্জামান (রাতুল), এক্সিকিউটিভ মার্কেটিং ইভেন্ট হাসিবুর রহমান হিমেল ও ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ, সদস্য- এজাজ মাহমুদ রনি, মাহমুদ আল ওয়াহিদ ইশাদ, ফাহাদ ইসলাম চৌধুরী ও ট্রাফিক রমনা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ডিসি ট্রাফিক রমনা জয়দেব চৌধুরীর আন্তর্জাতিক নারী দিবসে ট্রাফিক রমনা বিভাগে কর্মরত সকল নারীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, সর্বক্ষেত্রে নারীদের অবদান অপরিসীম।
বিশেষ অতিথি এডিসি ট্রাফিক রমনা রোমানা নাসরিন বলেন, সকল বাধা পেরিয়ে নারীরা এখন সর্বক্ষেত্রে উজ্জল, সকল পেশায় নারীদের সমান অংশীদার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বহুদূর।

কালের আলো/বিএসকে/এমএম