৬ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ঘোষনা জাতীয় পার্টির

প্রকাশিতঃ 1:28 pm | September 08, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

জাতীয় নির্বাচনের আগে আগামী ৬ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ঘোষনা দিয়েছে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার(৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলয়নায়তনে যৌথ সভায় তিনি এ ঘোষনা দেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। লাখো মানুষের এ সমাবেশ থেকে নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, আমরা ৩০০ আসনে আগামী নির্বাচন করব। নেতা-কর্মীরা প্রস্তুতি নিন। এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনে কী কৌশল আমরা নেব তা জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতা-কর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত।

যৌথসভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/রা/এএম