শিক্ষার্থীদের দক্ষ হতে সাহায্য করবে রোবটিক্স ক্লাব: বশেফমুবিপ্রবি ভিসি
প্রকাশিতঃ 1:09 pm | March 13, 2021

বশেফমুবিপ্রবি সংবাদদাতা, কালের আলো:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) রোবটিক্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে এ ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে রোবটিক্স ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদের যাতে দক্ষ মানুষ হিসেবে প্রমাণ করতে পারে আমরা সেভাবেই শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই।
‘রোবটিক্স ক্লাব আমাদের শিক্ষার্থীদের দেশ-বিদেশের অনেক দক্ষ ও বিশেষজ্ঞ রিসোর্স পার্সনদের কাছ থেকে হাতে-কলমে শেখার ব্যবস্থা করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। ক্লাবটির যুগোপযোগী উদ্যোগ শিক্ষার্থীদের সে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যামাজন ওয়েব সার্ভিসের ম্যানেজার (সলিউশন আর্টিটেক্ট) মোহাম্মদ মাহাদী উজ জামান ক্লাউড কম্পিউটিং এবং জাপান-বাংলাদেশ রোবটিক্স অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী ফারহান ফেরদৌস রোবটিক্স ও অ্যাডভান্সড টেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল পেশাদারদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের সভাপতি ও বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ , বশেফমুবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম।
রোবটিক্স ক্লাবের সভাপতি ও সিএসই বিভাগের প্রভাষক মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে উক্ত ওয়েবিনারে অংশ নেন প্রকোশল অনুষদের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের জন্য সম্পুর্ণ অনুষ্ঠানটি ক্লাবের ফেসবুক পেজ এ সরাসরি প্রচার করা হয় ।
কালের আলো/এআরকে/এমএ