ভাল্লুকের কামড়ে আহত উপজাতিকে বিমানবাহিনীর হেলিকপ্টারে হাসপাতালে পাঠালো সেনাবাহিনী
প্রকাশিতঃ 11:35 pm | March 14, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বান্দরবান জেলার সমথংপাড়া এলাকায় ভাল্লুকের কামড়ে আহত উপজাতি বৃদ্ধ ত্রইল মুরংকে সেনাবাহিনী ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে হেলিকপ্টারযোগে হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার(১৪ মার্চ) সকালে জেলার সমথংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সমথংপাড়া জঙ্গলের পাশে ঝিড়ির কাছে পানি আনতে গেলে হঠাৎ একটি হিংস্র ভাল্লুক আক্রমন ত্রইল মুরংকে আক্রমণ করে। এ সময় তিনি মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে আহত ত্রইল মুরংকে বান্দরবান রিজিয়নের আওতায় নিকটস্থ বলাইপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ত্রইল মুরংয়ের অবস্থা গুরুতর হওয়ায় সেনাবাহিনীর উদ্যোগে দুপুরে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সেনানিবাসে নেওয়া হয় ত্রইল মুরংকে।

আইএসপিআর আরও জানায়, উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানিয়েছে আইএসপিআর।
প্রসঙ্গত, ইতোপূর্বেও সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর যৌথ প্রচেষ্টায় গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলিয় মুরং (০৬) ও দাদা ইয়াংসাই (৪৮) নামে দুইজন মৃত্যুপথযাত্রী উপজাতিকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা ও উন্নর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
কালের আলো/এআরবি/এমএরিচএ