বঙ্গবন্ধুর জন্মদিনে অসহায় শিশুদের পাশে মেয়র জাকির
প্রকাশিতঃ 8:45 pm | March 17, 2021

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, কালের আলো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন।
বুধবার (১৭ মার্চ) স্থানীয় বড়াইগ্রামের বিভিন্ন এতিমখানা ও হেফ্জ খানার ৪৪০ জন শিশুর মাঝে স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে খাবার বিতরণ করেন মেয়র।
মেয়র কেএম জাকির হোসেন কালের আলোকে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে ভালোবাসতেন। আমরা জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে পথ চলছি। এজন্যে আজকের এই দিনে এই অসহায় শিশুদের মুখে হাসি ফুটাবার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস।”
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর সচিব আব্দুল হাই, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পৌর পরিষদের উদ্যোগে পৌর মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালের আলো/ডিসি/এপি