ধানমন্ডিতে বঙ্গবন্ধু পরিষদের কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন কর্মসূচি

প্রকাশিতঃ 4:16 pm | March 18, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো;

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগেরর উদ্যোগে বিনামূল্যে করোনা টিকা রেজিস্ট্রিশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার(১৭ মার্চ) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। রাজধানীর ধানমন্ডি জিগাতলা ডাইনামিক ফুড কোর্টে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে করোনা টিকার রেজিস্ট্রেশন ক্যাম্পেইন চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুন। সংগঠনের আহবায়ক সরদার মাহামুদ হাসান রুবেল-এর সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য লৎফুর রহমান পলাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সরদার মাহামুদ হাসান রুবেল বলেন, মহামারী নভেল করোনা ভাইরাসের সংক্রমণরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও টিকাগ্রহণে মানুষকে উদ্ধুদ্ধ করতে সংগঠনের নেতাদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

কালের আলো/ডিএসবি/এমএম