স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে বিএনপি

প্রকাশিতঃ 11:19 am | September 09, 2018

কালের আলো প্রতিবেদক:

কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে বিএনপির পক্ষ থেকে যে চিঠি দেয়া হয়েছিল তার ইতিবাচক সাড়া মিলেছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, রোববার বিকেলে ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ জন স্থায়ী কমিটির সদস্য উপস্থিত থাকবেন।

এর আগে গত শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিএনপি নেতারা। এ জন্য দলটির পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছে।

কালের আলো/এমএইচ