ছাত্রলীগের নাম করে আর্থিক লেনদেনের অভিযোগ থাকলে জানান

প্রকাশিতঃ 8:55 am | September 09, 2018

গোলাম রাব্বানী :
বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্ভূক্ত কোন ইউনিট বা পদধারী কোনো নেতার নাম ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে কোনো আর্থিক লেনদেনের অভিযোগ থাকলে যথাযোগ্য তথ্যপ্রমাণসহ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক বরাবর লিখিতভাবে জানানোর আহ্বান জানাচ্ছি। আনীত যেকোনো অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ সাপেক্ষে অবশ্যই সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর।

দেশরত্ন শেখ হাসিনার স্নেহের ছায়াতলে থাকা বর্তমান ছাত্রলীগ সকল ‘ইতিবাচকতার ব্রান্ড অ্যাম্বাসেডর’; আদর্শিক পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া, আমাদের আবেগ-ভালোবাসার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ কোনো দুষ্কৃতিকারী বা অনুপ্রবেশকারীর ব্যক্তিক অপকর্মের দায়ভার নেবে না!

সততা, নিষ্ঠা, আদর্শ ও সত্যের চির বন্ধুর পথে ছাত্রলীগের এই নিরন্তর ছুটে চলার স্বপ্ন সারথি হিসেবে সাধারণ শিক্ষার্থী, গণমানুষ, জাতির দর্পন খ্যাত গণমাধ্যমসহ সবার সচেতনতা, সমর্থন ও সহযোগিতা একান্ত কাম্য।

আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে? তোমার ছেলে জাগলে পরেই রাত পোহাবে তবে।

লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ

 লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত