স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
প্রকাশিতঃ 4:06 pm | September 09, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরসহ সার্বিক বিষয়ে আলোচনা করতেই এ বৈঠক।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। বেলা তিনটার পর বিএনপি নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
এর আগে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার বিষয় নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে।
কালের আলো/জা/এমএইচএ