ইন্দোনেশিয়ায় বাস গিরিখাতে পড়ে ২১ পর্যটক নিহত
প্রকাশিতঃ 4:22 pm | September 09, 2018
কালের আলো ডেস্ক:
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি পর্যটকবাহী বাস গিরিখাতে পড়ে গেছে। স্থানীয় সময় শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো নয়জন।
স্থানীয় পুলিশের মুখপাত্র বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৩০ মিটার (৯৮ ফুট) গভীর খাদে পড়ে যায়।
স্থানীয় হাসপাতালের মুখপাত্র জানান, বাস গিরিখাতে পড়ে যাবার ঘটনায় নিহত হয়েছে ২১ জন। বাসে থাকা আরো নয়জন আরোহী গুরুতর আহত হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পর্যটকদের বহনকারী একটি বাস উল্টে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়।
কালের আলো/প/এমএইচএ