দেশের বাজারে শাওমির নতুন দুই ফোন
প্রকাশিতঃ 11:52 pm | March 24, 2021
টেক ডেস্ক, কালের আলো:
শাওমি বাংলাদেশে দশম প্রজন্মের রেডমি নোট সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে। সিরিজটির দুটি মডেল হলো স্মার্টফোন রেডমি নোট ১০ প্রো এবং রেডমি নোট ১০। ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে ডিভাইসটিকে ১০/১০ স্মার্টফোনে পরিণত করা হয়েছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দেশে রেডমি নোট সিরিজের প্রথম ডিভাইস থেকে এখন পর্যন্ত নোট সিরিজটি গেম চেঞ্জার হিসেবে স্থান করে নিয়েছে। এর সুপার ফাস্ট পারফরম্যান্স ও মিড রেঞ্জ সেগমেন্টে এখনও এর উত্তরাধিকার ধরে রেখেছে। রেডমি নোট ১০ সিরিজে রয়েছে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন।
রেডমি নোট ১০ প্রো পাওয়া যাবে ৩টি রঙে। দাম ৬ জিবি+ ৬৪ জিবি ২৬ হাজার ৯৯৯ টাকা, ৬ জিবি+ ১২৮ জিবি ২৭ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি+ ১২৮ জিবি ২৯ হাজার ৯৯৯ টাকায় ফোনটি পাওয়া যাবে।
রেডমি নোট ১০ আসছে দুটি রঙে। ৪ জিবি+ ৬৪ জিবি ১৯ হাজার ৯৯৯ টাকা, ৪ জিবি+ ১২৮ জিবি ২০ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি+ ১২৮ জিবি ২১ হাজার ৯৯৯ টাকায় ফোনটি পাওয়া যাবে।
-বিজ্ঞপ্তি