কী উদ্দ্যেশ্য পিনাক রঞ্জনের?

প্রকাশিতঃ 8:19 am | September 10, 2018

কালের আলো ডেস্ক:
বাংলাদেশে ২০০৭-২০০৯ সালে ভারতের হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। হাইকমিশনার থাকাকালীন সময়ে পিনাক রঞ্জন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশের চলমান রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে ভারতের প্রভাবশালী মিডিয়া ‘সাউথ এশিয়ান মনিটর’ একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। ওই প্রবন্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেছেন পিনাক রঞ্জন।

পিনাক রঞ্জনের মেয়াদে বাংলাদেশে এক-এগারো সংঘটিত হয়েছিল। গণতন্ত্রকে অবরুদ্ধ করে অবৈধ-অরাজনৈতিক অনিবার্চিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসীন হওয়ার ওই ঘটনায় ভারতের হাইকমিশনারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। এক-এগারোর পর তৎকালীন সেনা সমর্থিত সরকারকে ভারতের হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতরা একসঙ্গে সমর্থন দিয়েছিল।

এক-এগারোর ঘটনায় বিতর্কিত ভূমিকা রাখা পিনাক রঞ্জন চক্রবর্তী আবার সজাগ হয়েছেন। একাদশ জাতীয় নির্বাচনে আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে পিনাক রঞ্জনের আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কী না তা নিয়ে আলোচনায় মুখর রাজনৈতিক অঙ্গন।

কালের আলো/এমএইচ