ভ্যাকসিন না পাওয়ার কারণ নেই: অর্থমন্ত্রী

প্রকাশিতঃ 6:15 pm | March 31, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় নেই উল্লেখ করে ভ্যাকসিন না পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৩১ মার্চ) দুপুরে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

সরকার ইতোমধ্যে ভারতের কোম্পানিকে টাকা পরিশোধ করে দিয়েছে। তাই ভ্যাকসিন না পাওয়ার কোনো কারণ নেই বলেন তিনি।

সরকারের ভ্যাকসিন কর্মসূচি চলমান রয়েছে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এ ছাড়া, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কিছু উদ্যোগের কথা বলেছেন। এসব উদ্যোগে করোনা কমে আসবে বলে আশা করা যায়।

‘সারাবিশ্বে এখন ভ্যাকসিন দেওয়া চলছে। আমরাও ভ্যাকসিন দিচ্ছি। ভ্যাকসিন দেওয়া শেষ হলে করোনার প্রভার কমে আসবে বলে আশা করছি, যোগ করেন অর্থমন্ত্রী।

আজ ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিডেট থেকে ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৫০ মেট্রিক টন চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

কালের আলো/এসবিএল/এসএম