খুলনাকে গুনে গুনে ১১ গোল দিলো ময়মনসিংহের মেয়েরা
প্রকাশিতঃ 8:26 pm | March 31, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
নবম বাংলাদেশ গেমসে ‘এ’ গ্রুপের ম্যাচে বড় জয় পেয়েছে ময়মনসিংহ নারী ফুটবল দল। খুলনা জেলাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ময়মনসিংহের নারী ফুটবলাররা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা জেলাকে ১১-১ গোলে বিধ্বস্ত করেছে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহের পলি আক্তার ৪টি, আয়েশা আক্তার ৩টি করে গোল করেছেন। প্রীতি ও স্মৃতি করেছেন ২টি করে গোল।
দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহী জেলা। রাজশাহীর হয়ে হ্যাটট্রিক করেন শাহিনা আক্তার। একটি করে গোল করেছেন শ্রীমতি কর্ণফুলী, সংক্রান্তি বালা ও আদ্রিতা।
বাংলাদেশ গেমসে নারীদের ফুটবলে দুই গ্রুপে মোট আটটি দল অংশ নিয়েছে। এ গ্রুপে খেলছে ময়মনসিংহ। ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে-ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও আনসার ভিডিপি ফুটবল দল। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-মাগুরা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড় ফুটবল দল।
কালের আলো/এসএম/এলএল