চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া সব বন্ধ

প্রকাশিতঃ 9:26 pm | April 02, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বন্দর নগরী চট্টগ্রামে হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে এখন থেকে শুধুমাত্র ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া সকল প্রকারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান (ফার্মেসি) ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে এ নির্দেশনা দেন তিনি। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে ৫১৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন একজন।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ৯টি ল্যাবে ২ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে ৫১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪৩৬ জনই নগরীর বাসিন্দা।

৮২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ২৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এরপর রাঙ্গুনিয়ায় ১০ জন আক্রান্ত পাওয়া গেছে। বাকি উপজেলার প্রতিটিতে সংক্রমণ এর চেয়ে কম।

চট্টগ্রামে এ নিয়ে ৪০ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে নগরীতে ৩২ হাজার ৪৯৮ জন এবং উপজেলায় ৮ হাজার ৩০৩ জন।

তিনি আরও জানান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় এ বিধিনিষেধ প্রযোজ্য। তবে অচিরেই পুরো জেলায় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিষয়টি মনিটরিং করতে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যে মাঠে নামানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে শাস্তি দেওয়া হবে।

কালের আলো/এমএইচএস