বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি
প্রকাশিতঃ 8:25 pm | September 11, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে। আগামীকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত এ অধিবেশন মুলতবি করা হয়েছে।
মঙ্গলবার শুধু প্রশ্নোত্তরপর্ব শেষ করে অধিবেশন স্থগিত করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
মঙ্গলবার বিকেল ৫টায় সংসদ অধিবেশন চলার পনের মিনিট আগে বিদ্যুৎ চলে যায়। সেই অবস্থাতেই অধিবেশন শুরু হয়। পরে বিদ্যুৎ আসলেও সংসদে লাইন দেয়া যাচ্ছিল না। লাইন দিলেই কেটে যাচ্ছিল। এরপর ঘণ্টা খানেক অধিবেশন চলার পর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সংসদের সব কাজ স্থগিত করে বুধবার বিকেল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করেন।
এ বিষয়ে পরে সাংবাদিকদের ফজলে রাব্বী মিয়া বলেন, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এটা ডিজাস্টার। এই কারণে অধিবেশন মুলতবি করা হয়।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত রোববার বিকাল থেকে শুরু হয়। নিয়ম রক্ষার স্বল্পকালীন এই অধিবেশন চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবরে আরেকটি অধিবেশন বসবে।
কালের আলো/এনএল/এমএইচএ