বইমেলা শেষ হচ্ছে সোমবার

প্রকাশিতঃ 2:16 pm | April 10, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নির্ধারিত তারিখের দুই দিন আগে সোমবার(১২ এপ্রিল) শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। করোনা পরিস্থিতিতে বইমেলা নিয়ে অনেক সমালোচনার মধ্যে শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, এবারের বইমেলা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথাছিল। তবে ওইদিন থেকে সর্বাত্মক লকডাউন শুরুর ঘোষণা আসায় নির্ধারিত সময়ের দুইদিন আগেই বইমেলা শেষ করার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রকাশকেরা তাদের স্টল থেকে বই সরিয়ে নিতে ও গোছগাছ করার জন্য একদিন সময় পাবেন।

করোনা মহামারির কারণে এবার ‘অমর একুশে বইমেলা’র ৩৭তম আসর ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হয় গত ১৮ মার্চ। এই মেলা চলার কথা ছিল ১৪ এপ্রিল পর্যন্ত।

এরমধ্যে গত ৩১ মার্চ করোনা সংক্রমণ ঝুঁকির কারণে বইমেলার সময় কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়। আর ৪ এপ্রিল এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, লকডাউনে বইমেলা স্থগিত হবে না। লকডাউনকালে বইমেলা ১২ টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময় জরুরি সেবার আওতায় থাকা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

কালের আলো/এনএল/পিএমকে