লকডাউনে গার্মেন্ট ও শিল্প কারখানা খোলা থাকবে
প্রকাশিতঃ 11:21 pm | April 11, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
লকডাউনে পোশাক কারখানাসহ সব শিল্প কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ শিল্প মালিকদের এ বিষয়ে আশ্বাস দিয়েছে।
রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে শিল্প মালিকদের। সেখানে এই সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিএমইএর নব নির্বাচিত সভাপতি ফারুক হাসান।
ফারুক হাসান বলেন, বুধবার (১৪ এপ্রিল) থেকে সরকার কঠোর লকডাউনে যাচ্ছে। আমরা বলেছি শ্রমিকদের গড় বয়স ২৩.৯ বছর। এ বয়সীদের করোনা আক্রান্তের হার .০৩ শতাংশ। এ কারণে শ্রমিকরা কম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারকে এটি বুঝিয়েছি। এছাড়া ১৪ তারিখ থেকে গণপরিবহন বন্ধ থাকবে। কারখানা ছুটি দিলে শ্রমিকরা ভোগান্তিতে পড়বে।
তিনি বলেন, আমরা কারখানায় আগের চেয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবো। এ ব্যাপারে শ্রমিকদের আরও সচেতন করা হবে। আর ছুটি পেয়ে শ্রমিকরা গ্রামে গেলে গ্রামেও করোনা সংক্রমের আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে কারখানা খোলা থাকছে। সরকারের এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।
এদিকে, বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমে একইরকম তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার (১৪ এপ্রিল) থেকে সব কিছু লকডাউনে গেলেও শিল্প কারখানা চলবে।
আর বিকেএমইএর পরিচালক ফজলে শামীম আহসানা জানান, সব ব্যাংক বন্ধ থাকবে, তবে সকল কারখানা ও নির্মাণ কাজ চালু থাকবে।
রোববার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, নব-নির্বাচিত সভাপতি ফারুক হাসান ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমইএর সভাপতি মোহাম্মদ আলী অংশ নেন।
কালের আলো/টিআরকে/এসআইএল