দেশে করোনায় ফের শতাধিক মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৭৩
প্রকাশিতঃ 4:34 pm | April 17, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আবারও আরও ১০১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেরে দাঁড়িয়েছে ১০হাজার ২৮৩ জন।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৭৩ জন। এ নিয়ে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ১৫ হাজার ২৫২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯০৭জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৮ হাজার ৮১৫ জন।
শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় বুধবার থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।
কালের আলো/ডিএসকে/এমএম