নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিতঃ 6:03 pm | April 17, 2021

কালের আলো সংবাদদাতাঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাক চাপায় রতন (৮) নামের এক শিশু মৃত্যু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে পৌরসভার নাওতলা ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাওতলা গ্রামের মুন্সী বাড়ির ইমাম হোসেনের আট বছর বয়সী ছেলে রতন রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী ঢাকা মেট্রো-(ট- ১৬-৩৬৯৬) নাম্বারের গাড়িটির নিচে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

কালের আলো/আরএস/এমএইচএস