মেসিকে বার্সায় রাখতে সবকিছু করবেন লাপোর্তা
প্রকাশিতঃ 11:32 pm | April 17, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
লিওনেল মেসিকে বার্সেলোনায় রাখতে সাধ্যমতো চেষ্টা করা হবে। আর্জেন্টাইন তারকাকে অনুপ্রেরণা দিতে ক্যাম্প ন্যু’য়ে দর্শক ফেরাতেও মরিয়া ক্লাবটির নতুন সভাপতি হোয়ান লাপোর্তা। আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব নিয়ে তিনি আরও জানান, লোকসান পুষিয়ে নিতে আয়ের নতুন উৎসের খোঁজে বার্সা।
লিওনেল মেসির প্রতি কাতালানদের ভালোবাসা খুব ভালোভাবে টের পান দ্বিতীয় দফায় বার্সার দায়িত্ব নেয়া হোয়ান লাপোর্তা। গত ৭ মার্চ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচনে জয়লাভ করেছেন। দিন দশেক ছাড়া আনুষ্ঠানিকভাবে দায়িত্বটাও বুঝে নিলেন।
এর আগে সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমিউয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রিয় ক্লাব ছেড়ে যেতে চেয়েছিলেন মেসি। সে সময় রিলিজ ক্লজের বিরাট অঙ্কের অর্থ দিয়েই তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো বড় বড় ক্লাব। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে আবারও ট্র্যান্সফার মার্কেটে নানা গুঞ্জন। নিজেদের সেরা খেলোয়াড়কে কোনোভাবেই যে হারাতে চায় না বার্সা।
সংবাদমাধ্যমে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা বলেছেন, সবকিছু দারুণভাবেই এগোচ্ছে। মেসিকে রাখার জন্য ক্লাবের সামর্থ্যের মধ্যে সম্ভাব্য সবকিছুই করব আমি। মেসিও থাকার ব্যাপারে রোমাঞ্চিত। ও অসাধারণ একজন মানুষ, আমি নিশ্চিত ও বার্সাতেই এভাবে চালিয়ে যেতে চায়।
লাপোর্তা আরও বলেছেন, আমাদের যা করার দরকার সবই করা হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে, সবকিছু খুব ভালোভাবেই হচ্ছে। আমাদের আগামী মৌসুমে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা দল বানাতে হবে। তবে আপাতত এ মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোপা দেল রে’র ফাইনালটা জেতা।
জুনে বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। বার্সার এই সুপারস্টারকে দলে পেতে টাকার বস্তা নিয়ে বসে আছে ম্যানচেস্টার সিটি-পিএসজির মতো নাম করা ক্লাবগুলো।
তবে গত মার্চে বার্সেলোনার নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর মেসিকে নতুন চুক্তির প্রস্তাব করেছেন হোয়ান লাপোর্তা। স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ত’ সূত্রেমতে, মেসির সঙ্গে চুক্তি নবায়ন করলেও আগের চেয়ে পারিশ্রমিক কম দিতে চায় বার্সা।
কালের আলো/টিআরকে/এসআইএল