দেশে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
প্রকাশিতঃ 7:32 pm | April 18, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে বেশি মানুষ সুস্থ হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন হাজার ৬৯৮ জন আক্রান্ত হয়েছে এবং এই সময়ে সুস্থ হয়েছে ছয় হাজার ১২১ জন।
রোববার(১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে। দেশে মোট সাত লাখ ১৮ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মোট সুস্থ হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৯৩৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি ল্যাবে ১৯ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৪০৪টি। করোনা শনাক্তের হার ১৯ দশমিক ছয় শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৫৩ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ১০২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫৯ জন ও নারী ৪৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৬৯৪ জন ও নারী দুই হাজার ৬৯১ জন।
এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন ও ষাটোর্ধ্ব ৬৩ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে চারজন ও ময়মনসিংহ বিভাগে চারজন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৯৭ জন ও বাড়িতে পাঁচজন।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থদের মধ্যে ঢাকা বিভাগে তিন হাজার ৯০৬ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮৯৮ জন, রংপুর বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৮৯ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, সিলেট বিভাগে ৭৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন রয়েছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
কালের আলো/ডিএসএম/এমআজেএম