বিজ্ঞাপনচিত্রে নতুন জুটি রিয়াজ-পপি

প্রকাশিতঃ 9:37 am | September 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলা চলচ্চিত্রের এক সময়ের সারা জাগানো অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই হারিয়ে গেছেন। এদের থেকে অল্প কয়েকজনকে নাটক কিংবা বিজ্ঞাপন চিত্রে মাঝে মাঝে দেখা মেলে।

রিয়াজ-পপি জুটিকে একসঙ্গে অভিনয় করেছেন ‘বিদ্রোহ চারদিকে’, ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’ নামের চলচ্চিত্রে। বিভিন্ন নাটকেও এই জুটিতে একত্রে দেখা গেছে।

তবে এবার প্রথমবারের মত এই জুটি বিজ্ঞাপনচিত্রে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত এই বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণের কাজ সাভারে হচ্ছে।

এ বিষয়ে পপি বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে এর আগেও চলচ্চিত্র ও নাটকে কাজ করেছি। এছাড়া কিছু স্টেজ শোয়ে কাজ করেছি। কিন্তু তার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করা হয়নি। এবারই প্রথম কাজ করছি। কাজটি ভালো হচ্ছে। তা ছাড়া রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞাতাও দারুণ।’

দেশীয় একটি সাবান কোম্পানির বিজ্ঞাপনে কাজ করছেন রিয়াজ-পপি। খুব শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে বলে জানা গেছে।

কালের আলো/এমএম/এমএইচএ