পূর্বাচলে অজ্ঞাত ৩ যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ 11:16 am | September 14, 2018

কালের আলো প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শরীরে আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রত্যক্ষদর্শীদের দেয়া খবরে শুক্রবার সকাল সোয়া ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

তিনি জানান, একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, আরেকজন ধূসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট ছিল। মরদেহে আঘাতের চিহ্ন ও মাথায় জখম রয়েছে। রাতে হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

কালের আলো/এএইচ