টাকা নেয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নেই : পাপন

প্রকাশিতঃ 4:05 pm | April 24, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগাম টাকা নিয়েও ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট দুই মাস ধরে টিকা না পাঠানোয় সরকারকেই সরব হওয়ার কথা বলছে টিকা আমদানির দায়িত্বে থাকা একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, করোনাভাইরাসের দেড় কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে টাকা দেওয়া হয়েছে। টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নাই।

শনিবার (২৪এপ্রিল) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাজমুল হাসান পাপন বলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনো ৮০ লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা।

বেক্সিমকোর এমডি পাপন বলেন, সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী টিকা দেবে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম টাকায় যতো টিকা পাব তা আমাদের দিতে হবে। দেড় কোটি টিকার টাকা দিয়েছি। সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।

তিনি আরও বলেন, ভারত যে বাংলাদেশের বন্ধু সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

কালের আলো/আরএস/এমএইচএস