আগামীকাল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ
প্রকাশিতঃ 5:59 pm | April 25, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল সোমবার থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। তবে অব্যাহত থাকবে দ্বিতীয় ডোজের টিকাদান।
রোববার(২৫ এপ্রিল) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আগামী ২৬ এপ্রিল ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে আপনার আওতাধীন সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে পত্রটি প্রেরণ করা হলো।
চিঠিটি সব জেলার সিভিল সার্জন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
কালের আলো/এসবি/এমআরজে