সৈয়দ আব্দুল বারীকে এমডি হিসেবে চায় ন্যাশনাল ব্যাংক

প্রকাশিতঃ 9:56 pm | April 26, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

শাহ্ সৈয়দ আব্দুল বারীকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ। পর্ষদের এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) বিকেল তিনটায় জরুরি বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে।

ভার্চুয়াল বোর্ড সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার। এ সময় অন্যান্য পরিচালকরাও যুক্ত ছিলেন।

সভায় এমডি নিয়োগের নির্ধারিত এজেন্ডা অনুযায়ী আলোচনা শুরু হলে সবার সম্মতিতে বর্তমানে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি শাহ্ সৈয়দ আব্দুল বারীকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সিদ্ধান্ত হয়। পরে অনুমোদনের জন্য আজই কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়।

ব্যাংকটির এমডি পদ শূন্যতার তিনমাস শেষ হচ্ছে আগামী বুধবার (২৮ এপ্রিল)। তার আগেই এ পদের নিয়োগের সিদ্ধান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে নাম পাঠালো ন্যাশনাল ব্যাংক।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নেই ন্যাশনাল ব্যাংকে। বারবার বলার পরও টনক নড়ছে না ব্যাংকটির। এবার এমডি নিয়োগে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২৮ এপ্রিলের মধ্যে একজন স্থায়ী এমডি নিয়োগ দিতে বলা হয়েছে। তা না হলে আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

কালের আলো/টিআরকে/এসআইএল