গাজীপুরে যে হাটে মাস্ক ছাড়া যায় না কেউ
প্রকাশিতঃ 10:15 pm | April 26, 2021

কালের আলো সংবাদদাতা:
সরকারের নানা প্রচেষ্টা সত্তেও রাজধানীর শপিংমল থেকে শুরু করে হাট বাজারের সকলেরই মাস্ক ব্যবহারে অনীহা। সেখানে ব্যতিক্রম হিসাবে অনন্য দৃষ্টান্ত গড়েছেন শ্রীপুরের ধনুয়া গ্রামের সাতআনী হাট। ক্রেতা কিংবা বিক্রেতা যেই হোক না কেন, হাটে আসতে হলে অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক।
শত বছরের ঐতিয্যকে কেন্দ্র করে গ্রাম্যহাটের পরিচিতি চিত্র দেখা যায় সাতআনী হাটে। তবে এমন ছবির ভাঁজে রয়েছে কিছুটা ভিন্নতা। গ্রাম্যহাটের দোকানীরা ব্যস্ত তাদের পসরা সাজাতে। মুখে মাস্ক পড়তে ভুল করেননি কেউই।
এই হাটের অবস্থান ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে শ্রীপুরে ধনুয়া গ্রামে। দেশের অন্যান্য হাট থেকে একেবারেই আলাদা। শনি ও মঙ্গলবার যোহরের নামাজের পর থেকেই বেড়ে যায় দোকানিদের ব্যস্ততা। শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলের মুখেই মাস্ক, কোন আনিহা নেই এবং সবাই মানছেন স্বাস্থ্যবিধি।
শুধু বিক্রেতা নয় ক্রেতাদেরও অবশ্যই পড়তে হবে মাস্ক। ব্যত্যয় হলে ইজারাদারের পক্ষ থেকে হাতে তুলে দেওয়া হয় মাস্ক।
মহামারি আর রমজান মাসকে কেন্দ্র করেই ইতোমধ্যেই হাটকে খাজনা মুক্ত ঘোষণা করেছে ইজারাদার। এমন উদ্যোগের বিষয়ে প্রথমে কটুকথা বলেও ধীরে ধীরে প্রায় সকলেই মাস্ক ব্যবহারে উৎসাহী হয়ে উঠেছে।

এ ব্যপারে সাতআনী হাটের ইজারাদার গণমাধ্যমকে বলেন, এর সঠিক প্রক্রিয়া কি আমরা জানিনা। মাস্ক পরলে এটা থেকে নিরাপদ থাকা যাবে। এ জন্যই আমরা বিশেষ করে মাস্কের প্রতি জোরদার করেছি। মাস্ক সকলেই পরে, গ্রামের মধ্যে মাস্ক পরার অভ্যাসটা যেন সকলের গড়ে ওঠে এই প্রচেষ্টা করছি আমরা।
নিজ এলাকার সুনামের জন্য নয় এমন পদক্ষেপ ছড়িয়ে পড়ুক সারাদেশে। যাতে করে দ্রুত সময়েই করোনায় বিদায় হোক দেশথেকে এমনটাই প্রত্যাশা সকলের।
কালের আলো/এসজে/এমআরকে