করোনায় সুকুমার বাউলের পাশে বগুড়া পিবিআই ডিআইজি
প্রকাশিতঃ 11:40 pm | April 27, 2021

কালের আলো সংবাদদাতা:
করোনা মহামারীতে সংসার নিয়ে অভাবে থাকা সুকুমার বাউলের পাশে দাঁড়িয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।
আর্থিক সহায়তা হিসেবে সুকুমার বাউলের হাতে ২৫ হাজার টাকা তুলে দিয়েছেন পিবিআই বগুড়া পুলিশ সুপার আকরামুল হোসেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া জেলা কার্যালয়ে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
পিবিআইয়ের প্রধান উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদারের পক্ষে বিভাগটির বগুড়ার পুলিশ সুপার এই অনুদান হস্তান্তর করেন।
সহায়তা পেয়ে সুকুমার বাউল বলেন, আমার দুর্দিনে যারা সাহায্য করলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
পিবিআই বগুড়া পুলিশ সুপার আকরামুল হোসেন বলেন, গণমাধ্যমে সুকুমার বাউলের অভাবের বিষয়টি জানতে পেরে ডিআইজি মহোদয় বনজ কুমার মজুমদার আর্থিক সহযোগিতা করেন। সেই অর্থ সুকুমার বাউলের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে ‘বলব না গো, আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আলোচিত এই গান মাত্র কয়েক মাসে শুধু একটি ইউটিউব চ্যানেলেই দেখা হয় কোটিবার। সম্প্রতি করোনা প্রকোপে এই শিল্পীর সাংসারিক অবস্থা করুন হলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে অনেকের নজরে আসে বিষয়টি।
কালের আলো/এসজে/এমআরকে