লাইফ সাপোর্টে বাংলা একাডেমির মহাপরিচালক
প্রকাশিতঃ 12:13 pm | April 28, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পাকস্থলীর সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় লাইফ সাপোর্টে রয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ডাক্তারদের সিদ্ধান্তে এদিন রাতেই পাকস্থলীতে অপারেশন সম্পন্ন হয়। এছাড়া তিনি ক্যান্সারের সঙ্গে লড়ছেন।
বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাবীবুল্লাহ সিরাজীর আগে থেকেই আলসার ছিল। তা ছাড়া পটাশিয়ামের পরিমাণ শরীরে অনেক বেড়ে গেছে এবং সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কমে গেছে। সব মিলিয়ে তিনি জটিল অবস্থায় রয়েছেন। ডাক্তাররা বিকেলে মেডিকেল বোর্ড বসিয়ে তাকে অপারেশনের সিদ্ধান্ত নেন।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন হাবীবুল্লাহ সিরাজী। অমর একুশে বইমেলা চলাকালীন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে যান।
একাডেমির কর্মকর্তারা তার আরোগ্য কামনা করে ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়েছেন। উপপরিচালক তরুণ বাগচি লিখেছেন, স্যার ফিরে আসুন বাংলা একাডেমিতে, কবি ফিরে আসুন লেখার টেবিলে। হাসপাতালে শুয়ে থাকা আপনাকে মানায় না! কত কাজ বাকি! কত লেখা বাকি!!
লেখক স্বকৃত নোমান লিখেছেন, জীবন-মৃত্যুর সাঁকোয় দাঁড়িয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। তিনি ক্যান্সারের সঙ্গে লড়ছেন। শামসুজ্জামান খান চলে গেলেন। একে একে সবাই চলে যাচ্ছেন। আমরা বেঁচে আছি মৃত্যুর প্রলয় নৃত্য দেখার জন্য। একে কী বেঁচে থাকা বলে! একে কী জীবন বলে! তার জন্য শুভ কামনা জানানো ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। আমরা এতই অক্ষম। ফিরে আসুন কবি। আমরা আপনার অপেক্ষায়।
হাবীবুল্লাহ সিরাজী জাতীয় কবিতা পরিষদে নির্বাচিত সভাপতি হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কালের আলো/আরএস/এমএইচএস