নবাবগঞ্জে বাস ডিপোতে আগুন

প্রকাশিতঃ 5:33 pm | April 28, 2021

কালের আলো সংবাদদাতাঃ

ঢাকার নবাবগঞ্জে বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি বাস।

বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনা ঘটে এবং আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, আগুনে এ পর্যন্ত অন্তত ৯টি বাস ও পাশে থাকা ১৫টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কালের আলো/আরএস/এমএইচএস