বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশিতঃ 4:49 pm | April 28, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, মাদক ও নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (২৮ এপ্রিল) ভোরে বান্দরবান সেনা জোনের একটি দল রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে।

বান্দরবান সেনা জোন কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান দল আস্তানা এলাকায় পৌছালে সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনাদের গুলি বিনিময় হয়।

সেনাবাহিনী জানায়, অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ম্যাগাজিন ভর্তি একটি পিস্তল, একে ৪৭, ধারালো দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি, সোলার চার্জার, ১৩টি মোবাইল ফোন, সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রংয়ের পোশাক, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ অর্থ, সন্ত্রাসীদের জাতীয় পরিচয়পত্র, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আস্তানা থেকে সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করে যাচ্ছিল।

প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ এই সংগঠনটি নিজেদেরকে জুম্মু লিভারেশন আর্মি (স্বাধীন জুম্মু সেনাবাহিনী) নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন স্বায়ত্বশাসিত অঞ্চল প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কালের আলো/এসজে/এমএম