ন্যূনতম কর-এ উষ্মা, ন্যায্যতা চায় রবি

প্রকাশিতঃ 10:42 pm | April 29, 2021

টেক ডেস্ক,কালের আলোঃ

লাভ না করলেও মোট আয়ের উপর ২ শতাংশ করকে ‘অন্যায্য’ উল্লেখ করে এর থেকে রেহাই চায় রবি।

২০১৯-২০ অর্থবছরে মোবাইল অপারেটরগুলোর ক্ষেত্রে, কোনো কোম্পানি মুনাফা না করলেও মোট আয়ের উপর বা বিভিন্ন উৎসে জমাকৃত অগ্রিম আয়করে সর্বনিম্ন পৌনে এক শতাংশ হতে ২ শতাংশে কর রয়েছে।

রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলছেন, এটা একদমই অন্যায্য। লোকসান হলেও মোট আয়ের উপর কর, এ কেমন ন্যায্যতা? তিনি উষ্মা প্রকাশ করে বলেন, দেশে মদ বিক্রির প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ৬ শতাংশ, কয়লা বিদ্যুৎকেন্দ্রে শূন্য দশমিক ৫ থেকে শূন্য দশমিক ৬ শতাংশ, তামাকের ক্ষেত্রে ১ শতাংশ যে কর সেখানে ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখা বিনিয়োগকারীদের এর চেয়ে বেশি দিতে হচ্ছে।

রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবি ও বাংলালিংকের ২ শতাংশ করের সমস্যাটাই প্রধান। গ্রামীণফোনের ক্ষেত্রে এর প্রভাব নেই। এই ২ শতাংশ করের কারণে রবির মোট কর্পোরেট কর গিয়ে পৌঁছায় ৮৯ শতাংশ। ১০০ টাকা লাভে ৮৯ টাকাই দিয়ে দিতে হয়।

নীতিনির্ধারকরা এবার এই কর তুলে দেবেন আশা জানিয়ে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ন্যায্যতা চাই। লোকসানেও কর দেয়া তো অসাংবিধানিক।

কালের আলো/আরএস/এমএইচএস