১০ মের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

প্রকাশিতঃ 11:57 pm | April 29, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

আগামী ১০ মের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির ৬৭তম সভা এবং আরএমজি টিসিসি কমিটির অষ্টম সভায় সভাপতির বক্তব্যে মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।

সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, করোনার এ দুর্যোগকালে সবাই যাতে ঈদ করতে পারে এজন্য মালিকদের এগিয়ে আসতে হবে। শ্রমিকরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এজন্য আগামী ১০ মের মধ্যে ঈদের বোনাসসহ এপ্রিল মাসের বেতন এবং এ ছাড়াও যদি কোনো বকেয়া থেকে থাকে তাহলে সেটাও পরিশোধ করতে হবে।

কালের আলো/টিআরকে/এসআইএল