ক্রেতার ভিড়ে সরগরম বিপণিবিতান

প্রকাশিতঃ 12:08 am | May 01, 2021

নিজস্ব প্রতিবেদক,কালের আলোঃ

ঈদ ঘনিয়ে আসায় শপিংমলমুখী হচ্ছেন ক্রেতারা। ছুটির দিনে রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চকসহ সব বিপণিবিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বাড়ছে বেচা কেনাও।

শুক্রবার (৩০ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনে ঈদের কেনাকাটা সারতে পরিবার পরিজন নিয়ে শপিংমল গুলোতে হুঁমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। কারণ লকডাউনে কেনাকাটার সময় সীমিত। আর কর্মদিবসে শপিংমলে যাওয়ার সুযোগ হয়ে উঠেনা তেমন।

বেশিরভাগ ক্রেতারা এসেছেন শিশুদের বায়না মেটাতে। বড়দের পোশাক বিক্রি কম হলেও শিশুদের পোশাকের বিক্রি হচ্ছে ভালো।

এদিকে শপিংমলের পরিবেশ নিয়ে তেমন অভিযোগ না থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের।

দোকান মালিকরা বলছেন, রোজার মাঝামাঝি এসে বিক্রি আগের চেয়ে বাড়লেও সন্তুষ্ট নয় কারণ গত বারের ঈদে ব্যবসা করতে না পারায় ক্ষতি পুষিয়ে উঠতে পাচ্ছেনা। তারা দাবি জানায় সন্ধ্যার পর যদি দোকান খোলা থাকতো অন্তত রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত তাহলে ক্রেতা পাওয়া যেত।

ক্রেতা বিক্রেতারা মাস্ক পরার কিছুটা গুরুত্ব দিলেও ভিড়ের কারণে সামাজিক দূরত্ব ছিল না কোথাও।

কালের আলো/আরএস/এমএইচএস