কার কাছে নাচ শিখছেন আমির-ক্যাটরিনা?
প্রকাশিতঃ 11:28 pm | January 13, 2018
শোবিজ ডেস্ক | কালের আলো: এক সঙ্গে নাচের তালিম নিচ্ছেন আমির আর ক্যাটরিনা। তবে দুর্দান্ত এই জুটির নাচের শিক্ষক কে, তা একটু পরে বলছি।
আর স্টেজ পারফরম্যান্সের ধারে-কাছেও যে আমির ঘেঁষেন না তাও সবার জানা। এ সব প্রস্তুতিই হচ্ছে আমির খান ও ক্যাটরিনা কইফের আগামী ছবি ‘ঠগস অব হিন্দোস্তান’-এর জন্য।
‘টাইগার জিন্দা হ্যায়’-এর অভাবনীয় সাফল্যের পর স্বাভাবিকভাবেই খুশি ক্যাটরিনা। গত বছর আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ও বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই প্রথম ‘ঠগস অব হিন্দোস্তান’-এ অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছেন আমির ও ক্যাটরিনা। ছবিতে দেখা যাবে ফতিমা সানা শেখকেও।
বিজয় কৃষ্ণ আচার্যের এই ছবিটি মুক্ত পাওয়ার কথা এ বছর দীপাবলীতে।
‘ধুম থ্রি’ ছবিতে ক্যাটরিনা-আমিরের ‘কমলি’ নাচটা মনে পড়ছে? ওই গানে ক্যাটের নাচের জাদু মাত করেছিল দর্শকহৃদয়। শুধু তাই নয়, ক্যাটরিনার নাচের প্রশংসা করেছিলেন স্বয়ং আমির। এবার সেই জুটিকে দেখা যাবে একসঙ্গে।
‘ঠগস অব হিন্দোস্তান’-এর লুকে দেখা মিলেছে আমির আর ক্যাটরিনার। সঙ্গে রয়েছেন প্রভু দেবা।
ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্যাটরিনা। আর ক্যাপশনে শুধু লিখেছেন, ‘ঠগস’!
ঠিকেই ধরেছেন, নয়াদিল্লির একটি ডান্স মাস্টার প্রভু দেবার কাছেই নাচ শিখছেন মিস্টার পারফেকশনিস্ট আর ক্যাট। ছবির একটি গানের জন্যই এই প্রস্তুতি। ‘ধুম থ্রি’র পর ফের আমির-ক্যাটরিনা জুটির একটি ডান্স নম্বর রয়েছে এই ছবিতে।