শুরু হলো রিয়েলমি ঈদ ক্যাম্পেইন

প্রকাশিতঃ 8:05 pm | May 06, 2021

টেক ডেস্ক,কালের আলোঃ

স্মার্টফোনপ্রেমীদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে অনলাইন মার্কেটপ্লেস দারাজের সঙ্গে ঈদ ক্যাম্পেইন শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা নির্বাচিত রিয়েলমি স্মার্টফোন স্পেশাল প্রাইজে দারাজ থেকে কিনতে পারবেন।

‘ঈদের খুশি, রিয়েলমি-তে বেশি’- এই স্লোগান নিয়ে শুরু হলো তরুণ প্রজন্মের পছন্দের স্মার্ট ফোন ব্র্যান্ড রিয়েলমি-এর মেগা ঈদ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন ফ্রিজ, টিভি, স্মার্ট ফোনসহ হাজারো আকর্ষণীয় পুরস্কার। সাথে থাকছে নিশ্চিত ক্যাশব্যাক অফার।

নিকটস্থ স্মার্ট ফোন শপ থেকে অফিশিয়াল রিয়েলমি স্মার্ট ফোন কিনলেই পাওয়া যাবে দুর্দান্ত ঈদ অফার। শপের ঠিকানা ও অফারের বিস্তারিত জানতে ক্লিক: https://rebrand.ly/realme_EidOffer

এই ক্যাম্পেইন ১ মে থেকে ১৫ মে পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি ক্রয়ের সাথে থাকছে যেকোনো একটি নিশ্চিত পুরস্কর- ফ্রিজ, টিভি, রিয়েলমি৮প্রো, রিয়েলমি৮, জুসার ব্লেন্ডার, রিয়েলমি ওয়াচ, রিয়েলমি বাডস কিউ, রিয়েলমি বাডস ক্লাসিক, রিয়েলমি সি২১ গিফট বক্স এবং তাৎক্ষণিক ক্যাশব্যাক (৫০-১০০০ টাকা পর্যন্ত)। ক্যাম্পেইন এবং এর শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে ০৯৬১০৫৫৫৫৫৫ নাম্বারে কল করতে পারেন।

এই অফারটি কেবলমাত্র রিয়েলমির অফিশিয়াল স্মার্ট ফোনগুলোর জন্য প্রযোজ্য।

ক্যাম্পেইন চলাকালীন যারা রিয়েলমি সি২৫ এবং সি২১ ক্রয় করবেন তাদের জন্য থাকছে বিদ্যমান ওয়্যারেন্টিসহ অতিরিক্ত আরো ৬ মাসের ওয়্যারেন্টি। দুইটি স্মার্ট ফোনের রয়েছে টিইউভি রাইনল্যান্ড উচ্চ গুণগত মানের স্বীকৃতিপত্র। তাই দীর্ঘদিন স্মার্ট ফোন দুইটি শতভাগ পারফরমেন্স বজায় রেখে ব্যবহার করা যাবে।

পাশাপাশি, রিয়েলমি সি২৫ রিয়েলমি ইউআই২.০এর উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে, যার মানে হল ব্যবহারকারীরা কাস্টমাইজড স্মার্ট ফোন অভিজ্ঞতা উপভোগ করতে এবং তাদের ইচ্ছেমতো বিভিন্ন ফিচার কাস্টমাইজ করার সুযোগ পাবেন।

রিয়েলমি সম্প্রতি সি২১ বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে এবং এই ফোনের (৩ জিবি র‌্যামের সঙ্গে ৩২ জিবি স্টোরেজ) ভ্যারিয়েন্টটি এখন মাত্র ১০,৯৯০ টাকায় দেশব্যাপী পাওয়া যাচ্ছে। রিয়েলমি সি২১ তাদের এন্ট্রি-লেভেল সি সিরিজ স্মার্ট ফোনের একটি আপগ্রেড ভার্সন এবং টিইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা মানের প্রশংসাপত্রপ্রাপ্ত প্রথম এন্ট্রি-লেভেল অলরাউন্ডার ফোন।

এই ফোনের ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করে এবং এটি রিভার্স চার্জিং সমর্থন করে। সুপার পাওয়ার মোড চালু থাকা অবস্থায় সি২১ ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে চলবে। রিভার্স চার্জিং থাকায় রিয়েলমি সি২১ আপনার স্মার্ট ফোনের ব্যাটারি লাইফ সেভারও বটে।

কালের আলো/আরএস/এমএইচএস