ছুটি শেষে ঢাকায় ফিরলেন জেমি ডে
প্রকাশিতঃ 2:23 pm | May 11, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি শুরু করতে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। তার সঙ্গে ফিরেছেন গোলরক্ষক কোচ লেস ক্লিভেলিও।
বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে সোমবার (১০ মে) রাত ১২টায় লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দুজনকে পাঁচ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে।
কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য গতকাল রাতে বাংলাদেশে পৌঁছায় জাতীয় ফুটবল দলের বৃটিশ হেড কোচ জেমি ডে ও গোলরক্ষক কোচ ক্লেভারলি। বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে রাত ১২ টায় লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারা।
গত এপ্রিলে ছুটিতে যান জাতীয় দলের কোচ জেমি। ছুটি কাটিয়ে এক মাসের বেশি সময়ের পর ফিরেছেন তিনি। দুই কোচকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী পাঁচ দিনের হোম কোয়ারেন্টিন করতে হবে।
জাতীয় ফুটবল দলের ফুটবলাররা গতকাল সোমবার (১০ মে) থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্যাম্পে প্রবেশ শুরু করেছেন। বুধবার (১২ মে) সবার করোনা পরীক্ষা করানো হবে। করোনা পরীক্ষা রিপোর্ট পেয়ে ঈদের পরের দিন থেকে অনুশীলন শুরু হবে।
কালের আলো/টিআরকে/এসআইএল