রংপুর-বগুড়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ 5:40 pm | May 11, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে সেনাপ্রধান জেনারেল ড. আজিজ আহমেদের নির্দেশে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ মে) সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রংপুর সেনানিবাস সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা ও কেরানির হাট হাইস্কুল মাঠে ৩০০ কর্মহীন অসহায় এবং দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া একইদিন বগুড়া সেনানিবাস সংলগ্ন বীরগ্রাম এলাকায় ২৫০টি কর্মহীন অসহায় এবং দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তৈল, আটা ছোলা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

কালের আলো/বিএস/এমএম