ফুলহ্যামের সঙ্গে ড্র করল ম্যানইউ
প্রকাশিতঃ 5:28 pm | May 19, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ঘরের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে অবিশ্বাস্য গোল করে ম্যানইউকে এগিয়ে দেন এডিসন কাভানি। লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ম্যাচে সমতা ফিরিয়ে আনে ফুলহ্যাম। ম্যাচের ৭৬তম মিনিটে ফুলহ্যামের পক্ষে গোলটি করেন জো ব্রায়ান। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়া ড্র নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
লিগে এই নিয়ে ঘরের মাঠে তিন ম্যাচে জয়শূন্য তারা। শেষ দুই ম্যাচে হেরেছিল লেস্টারসিটি ও লিভারপুলের বিপক্ষে। পয়েন্ট ভাগাভাগি করলেও টেবিলে ভালো অবস্থানে আছে রেড ডেভিলরা।
৩৭ ম্যাচে ২০ জয় ও ১১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭১। ৬৭ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। ১ পয়েন্ট পিছিয়ে লেস্টারসিটি আছে চারে। ৮৩ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে লিগ শিরোপা ঘরে তোলা ম্যানচেস্টার সিটি।
কালের আলো/আরএস/এমএইচএস