ঘন কুয়াশায় শাহজালালে বিমানের শিডিউল বিপর্যয়

প্রকাশিতঃ 10:16 am | January 14, 2018

স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার রাত একটা থেকে বিমান ওঠা-নামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর ফলে বিমানের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমান ওঠা-নামা বন্ধ ঘোষণা করায় রাত একটার পর থেকে কয়েকটি ফ্লাইট দেশের প্রধান ও ব্যস্ততম এই বিমানবন্দরটিতে অবতরণ ও উড্ডয়ন করেনি। কুয়াশা কেটে গেলে বিমান ওঠা-নামা পুনরায় স্বাভাবিক হবে বলে সূত্র জানায়।

সিভিল এভিয়েশনে দায়িত্বরত সিকিউরিটি অফিসার, ইন্সপেক্টর (এপিবিএন) জাহিদ আরিফ বলেন, কুয়াশার কারণে গতরাত এতটার পর থেকে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশা কমলে বিমান ওঠানামা ফের স্বাভাবিক হবে।

এদিকে বিমান ওঠানামা বন্ধ থাকায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।