অফিস করছেন না সাংবাদিক রোজিনার গলা চেপে ধরা সেই নারী

প্রকাশিতঃ 11:21 am | May 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিকভাবে হেনস্তা করা ওই নারীর নাম মাকসুদা সুলতানা পলি। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের অফিস সহায়ক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, হেনস্তাকারী ওই নারী মাকসুদা সুলতানা পলি। এ ঘটনার ছবি প্রকাশ পাওয়ায় নিজেকে আড়ালে রাখতে চাচ্ছেন তিনি।

সোমবার (১৭ মে) গলা চেপে ধরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে নিয়মিত অফিস করছেন না এই নারী।

ঘটনা প্রসঙ্গে জানতে মাকসুদা সুলতানা পলির মোবাইল ফোনে কল করলে রিসিভ করেও কোনো কথা বলেননি তিনি। এরপর আরও কয়েকবার কল করা হলেও আর রিসিভ করেননি।

সাত মিনিটের ভিডিওর শুরুতেই সাংবাদিক রোজিনা ইসলাম তার গলা চেপে ধরার কারণ জানতে চান। উত্তর মেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নারীর কাছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ওই নারীর নাম মাকসুদা সুলতানা পলি। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের অফিস সহায়ক।

সাত মিনিটের ভিডিওতে দেখা যায় বেশ কয়েকবার রোজিনা ইসলামকে নির্যাতন করেন তিনি। রোজিনা ইসলাম নিজের পরিচয় দিতে গেলে পলি বারবারই তাকে বাধা দেন।

এ ঘটনার পর থেকে অফিসে অনিয়মিত মাকসুদা আক্তার পলি। বৃহস্পতিবারও অফিস করেননি তিনি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কালের আলো/এসবি/এমআরকে