দুই টেলিভিশনের সম্প্রচার বন্ধ
প্রকাশিতঃ 3:29 pm | May 21, 2021
নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সেবা নেওয়ার বকেয়া বিল পরিশোধ না করায় বেসরকারি টেলিভিশন স্টেশন এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
শুক্রবার(২১ মে) বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বকেয়া বিল আদায়ে কোম্পানি এখন কঠোর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার রাতেই এ দুই চ্যানেলের স্যাটেলাইট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চ্যানেল দুটি দ্রুত বকেয়া বিল পরিশোধ করবে বলে জানিয়েছে। বিল পরিশোধ করার পর পরই তাদের সম্প্রচার সংযোগ দেওয়া হবে।
বর্তমানে দেশের ৩২টি বেসরকারি টেলিভিশন স্টেশন এবং চারটি সরকারি টেলিভিশন স্টেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচার চালাচ্ছে। এছাড়া ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবাও দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে।
২০১৮ সালে ১২ মে প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশ যুগে প্রবেশ করে। পরের বছর অক্টোবরে এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিভিশন স্টেশনগুলোর বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কালের আলো/এসবি/এমআরবি