চালু হলো এসএ টিভি, চ্যানেল নাইন রবিবারে
প্রকাশিতঃ 11:10 pm | May 21, 2021
নিজস্ব সংবাদদাতা কালের আলোঃ
বকেয়া পরিশোধ করার পরে চালু হলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি। আর চ্যানেল নাইন বকেয়া পরিশোধ করতে না পারায় চালু হয়নি। আগামী রোববার চালু হতে পারে।
শুক্রবার (২১ মে) বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএ টিভি আগে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা বকেয়া পরিশোধ করেছে। চ্যানেলটি চালুও হয়ে গেছে।
তিনি আরও বলেন, চ্যানেল নাইন আগামী রোববার বকেয়া পরিশোধ করবে বলে জানিয়েছে। বকেয়া পরিশোধের পরেই চ্যানেলটি চালু হবে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইন গতকাল বৃহস্পতিবার থেকে সম্প্রচার বন্ধ করে দেয় বিসিএসসিএল।
কালের আলো/আরএস/এমএইচএস