চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
প্রকাশিতঃ 11:24 pm | September 20, 2018
কালের আলো ডেস্ক:
আফগানিস্তানের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। অভিষেক ম্যাচে দলের হয়ে ভালো খেলতে পারেননি নাজমুল হোসাইন শান্ত। মুজিব উরের বলে উইকেট বিলিয়ে সাজ ঘরে ফিরেছেন তিনি।এরপর ফেরেন আরেক ওপেনার লিটন দাসও। শুরুতে চার উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে মুজিব উরের গুগলি বলটা সামনে এসে শট খেলতে চেয়েছিলেন শান্ত। কিন্তু বল ঠিক মতো বুঝে উঠতে পারেননি তিনি। ব্যক্তিগত ৭ রানে ক্যাচ দিয়ে ফেরেন। বাংলাদেশের রান তখন ১৫। শান্তর আউটের পর ক্রিজে আছেন সাকিব আল হাসান। কিন্তু লিটন দাস নিজের ৬ রানে সাকিবকে রেখে ফিরে যান। বাংলাদেশ পঞ্চম ওভারের মাথায় ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
লিটনের পর ক্রিজে আসেন মুমিনুল। কিন্তু তিনিও দাঁড়াতে পারেনি। গুলবাদিন নাইবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। প্রথমে আউট দেননি আম্পায়ার। বরং ওয়াইড দেন। কিন্তু রিভিউ নিয়ে আউট পেয়ে যায় আফগানিস্তান। ১২.২ ওভারে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। মুমিনুলের পর চাপ সামাল দিতে ক্রিজে আসেন আগের ম্যাচে ভালো করা মিঠুন। কিন্তু তিনি দলকে আরও চাপে ফেলে দিয়ে দলের ৪৩ রানে ফিরে যান। সর্বশেষ খবর পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে বাংলাদেশ।
এর আগে আফগান ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহেদি অর্ধ শতক করেন। এছাড়া শেষ দিকে রশিদ খানের ঝড়ো ফিফটি এবং গুলবাদিন নাইবের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে আফগানরা।